ঘরের মাঠে টানা দ্বিতীয় জয় সিলেটের, খুলনার ছন্দপতন

১২ জানুয়ারি ২০২৫ - ১২:৩৪ অপরাহ্ণ
 0
ঘরের মাঠে টানা দ্বিতীয় জয় সিলেটের, খুলনার ছন্দপতন

সিলেট পর্বের শুরু থেকেই দলকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন সিলেটের দর্শকরা। সিলেট ছাড়ার আগেই সিলেট স্ট্রাইকার্স দিল এর প্রতিদান। শক্তিশালী খুলনা টাইগার্সকে হারিয়ে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে আরিফুল হকের দল। আর তাতে প্লে-অফে ওঠার স্বপ্নও ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে সিলেটের। অন্যদিকে আসরে ভালো শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে খুলনা।

ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সিলেটের শুরুটা ভালো ছিল না। পাওয়ারপ্লের ৬ ওভারে রান আসে মাত্র ২১। তাও হারাতে হয় রাহকিম কর্নওয়াল ও জর্জ মানসির উইকেট। তবে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন রনি তালুকদার ও জাকির হাসান। দুজনের ১০৬ রানের পার্টনারশিপে বিপর্যয় প্রতিরোধ করে সিলেট।

১৫ রানে ২য় উইকেট হারানো সিলেট তৃতীয় উইকেট হারায় ১৫তম ওভারের তৃতীয় বলে দলীয় ১২১ রানে। ৪৪ বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন রনি। তবে জাকির রানের গতি বাড়ানোর চেষ্টা চালিয়ে যান। অ্যারন জোন্স ৬ বলে ২০ রানের ক্যামিও খেললেও জাকের আলী অনিক পান গোল্ডেন ডাকের স্বাদ।

শেষদিকে অধিনায়ক আরিফুল হক ১২ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। মূল ভিত গড়ে দেওয়া জাকির হাসান ৪৬ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন, যিনি তিনটি চারের সাথে হাঁকান ছয়টি ছক্কা। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৮২ রান। খুলনার পক্ষে আবু হায়দার রনি ও জিয়াউর রহমান দুটি করে এবং নাসুম আহমেদ একটি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। উইলিয়াম বসিস্তো একপ্রান্ত আগলে নিলেও ৪০ বলে করেন ৪৩ রান। তার সাবধানী ব্যাটিং দলকে উল্টো চাপে ফেলে। মোহাম্মদ নওয়াজ ১৮ বলে ৩৩ রান করে বিদায় নিলে শেষদিকে আপ্রাণ চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও আবু হায়দার রনি। 

তবে রনি ৬ বলে ১৪ ও অঙ্কন ১৬ বলে ২৮ রান করে বিদায় নিলে শেষ আশাটুকুও শেষ হয়ে যায় খুলনার, শেষপর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে।