আল শারার স্ত্রীর সংখ্যা জিজ্ঞেস করে ট্রাম্পের খুনসুটি

১৩ নভেম্বর ২০২৫ - ১৭:৪২ অপরাহ্ণ
 0
আল শারার স্ত্রীর সংখ্যা জিজ্ঞেস করে ট্রাম্পের খুনসুটি

ওয়াশিংটন সফরে এসে এক ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী হলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হালকা রসিকতায় পুরো পরিবেশ মুহূর্তেই প্রাণবন্ত হয়ে ওঠে।

বৈঠকের শুরুতেই ট্রাম্প হঠাৎ আল শারার গায়ে পারফিউম ছিটিয়ে দেন এবং হাতে তুলে দেন এক বোতল সুগন্ধি। কক্ষে ছড়িয়ে পড়ে মনোরম সুবাস, আর উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।

এ সময় মজার ছলে ট্রাম্প প্রশ্ন ছুড়ে দেন, “তো বলুন প্রেসিডেন্ট, আপনার কয়জন স্ত্রী?”
অপ্রস্তুত হয়ে পড়লেও মুহূর্তেই হেসে জবাব দেন আল শারা, “মাত্র একজন।”
ট্রাম্প তখন চোখ টিপে বলেন, “ঠিক আছে, আগে থেকে তো বোঝা যায় না!”

সিরীয় প্রেসিডেন্টের এই সফরের ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে নানান আলোচনা।

উল্লেখ্য, এটি যুক্তরাষ্ট্রে কোনো সিরীয় নেতার প্রথম সরকারি সফর। ৪৩ বছর বয়সী আহমেদ আল শারা একসময় আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের নেতা ছিলেন। গত ডিসেম্বর তিনি দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার গঠন করেন।

এই সফরের মাধ্যমেই যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য স্থগিত করেছে—যা দুই দেশের সম্পর্কে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

বৈঠক শেষে ট্রাম্প বলেন, “আল শারা কঠিন পরিস্থিতি থেকে উঠে এসেছে, কিন্তু সে দৃঢ়চেতা একজন নেতা। আমরা চাই সিরিয়া সফল হোক।”

ব্যক্তিগত জীবনে আহমেদ আল শারার স্ত্রী লতিফা আল দ্রৌবি দামেস্ক ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী। ১৯৮৪ সালে জন্ম নেওয়া লতিফার সঙ্গে আল শারার পরিচয় হয় ছাত্রজীবনে, এবং ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের তিন সন্তান রয়েছে।