মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান শহীদ আবু সাঈদের বাবা

২৮ আগস্ট ২০২৫ - ১৪:০১ অপরাহ্ণ
 0
মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান শহীদ আবু সাঈদের বাবা

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে তিনি জানান মৃত্যুর আগে তিনি সন্তান হত্যার বিচার দেখে যেতে চান। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাঈদ হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। সাঈদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রথম সাক্ষী।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যু প্রবলভাবে নাড়া দেয় দেশের মানুষকে। অস্ত্রের মুখে বুক চিতিয়ে দুহাত প্রসারিত আবু সাঈদ হয়ে ওঠেন স্বৈরাচারবিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস।বেগবান হয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলন। তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বৈরাচারের মসনদ।

পিতার কাঁধে সন্তানের লাশ হয় সবচেয়ে ভারী, দেশের জন্য শহীদ সাঈদের পিতা মকবুল হোসেনকে বইতে হয়েছে এই কঠিন ভার।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে ভারাক্রান্ত হন তিনি। জানান, স্বপ্ন ছিল জীবদ্দশায় দেখে যাবেন সন্তান পড়ালেখা শেষ করে চাকরি পেয়েছে। কিন্তু সেই স্বপ্ন তো পূরণ হলো না। এখন স্বপ্ন একটাই, মৃত্যুর আগে দেখে যেতে চান সন্তান হত্যার বিচার।

রংপুরের পীরগঞ্জে জন্ম নেওয়া আবু সাঈদ ছিলেন ৯ ভাইবোনের সবার ছোট। তার মৃত্যুর খবর শুনে পরিবার হাসপাতালে গেলে প্রথমে লাশ দেখতে দেয়নি পুলিশ। চাপ আসে মাঝরাতেই দাফন করার। 

এ দিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২

এদিকে, ৪ আগস্ট ফার্মগেটে নাফিজ হত্যা মামলায় এডিসি শচীন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।