মাইলস্টোন ট্র্যাজেডি: জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে এক বার্তায় উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় শোক জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী আইওয়া তাকেশি। মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার জাপান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বার্তায় আইওয়া তাকেশি বলেন, ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাতে চাই।
বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।