ক্রেডিট কার্ড নিতে চান? জেনে নিন যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

বর্তমান সময়ে ক্রেডিট কার্ড কেবল বিল পরিশোধ কিংবা অনলাইন কেনাকাটার মাধ্যম নয় এটি হয়ে উঠেছে অনেকের নিত্যদিনের আর্থিক সঙ্গী। জরুরি খরচ, বিদেশ ভ্রমণ কিংবা ছুটির দিনের শপিং সব ক্ষেত্রেই এর ব্যবহার বাড়ছে। তবে এই কার্ড ব্যবহারের আগে জানতে হবে কে নিতে পারবেন, কীভাবে পাবেন এবং কী কাগজপত্র লাগবে।
আবেদন করবেন যেভাবে: বর্তমানে ব্যাংকগুলো অনলাইনের মাধ্যমে ক্রেডিট কার্ডের আবেদন গ্রহণ করে। আপনি অনলাইনে আবেদন করলে ব্যাংকের প্রতিনিধি আপনার ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণে সহায়তা করবে। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যেই কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে কার্ড ও পিন নম্বর। কার্ডের জন্য আলাদা ব্যাংক হিসাব খোলার প্রয়োজন নেই। তবে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে:
- জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
- বর্তমান ঠিকানার প্রমাণ (যেমন গ্যাস বা বিদ্যুতের বিল)
- পূর্বের ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট
- নমিনির ছবি ও পরিচয়পত্র
- রেফারেন্স হিসেবে ব্যাংকের গ্রাহকের নাম
আবেদনের পর ব্যাংক আপনার ক্রেডিট স্কোর, আয়-ব্যয়ের সামর্থ্য ও লেনদেনের ধারাবাহিকতা যাচাই করে। যাচাই শেষে নির্ধারণ করা হয় কার্ড মঞ্জুর হবে কি না এবং কার্ডের সীমা কত হবে।
ক্রেডিট কার্ড হতে পারে আপনার দৈনন্দিন জীবনযাত্রার একটি উপকারী আর্থিক মাধ্যম শর্ত হলো এটি সচেতনভাবে এবং নিয়ম মেনে ব্যবহার করা। আয় ও প্রয়োজন বিবেচনায় আপনি চাইলে এখনই অনলাইনে আবেদন করতে পারেন আপনার পছন্দের ব্যাংকে।