আলিয়ার অ্যাকাউন্ট থেকে কোটি টাকার প্রতারণা, সাবেক সহকারী গ্রেপ্তার

বলিউড তারকা আলিয়া ভাটের আর্থিক হিসাবে বড়সড় জালিয়াতির অভিযোগ উঠেছে তাঁর এক সময়ের ঘনিষ্ঠ সহকারী বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, আলিয়া এবং তাঁর প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানসাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’-এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেদিকা শেট্টি প্রায় ৮০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
এই ঘটনায় মুম্বাইয়ের জুহু থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। আলিয়ার মা সোনি রাজদান প্রতারণার অভিযোগ আনেন বেদিকার বিরুদ্ধে। তদন্তের প্রায় পাঁচ মাস পর পুলিশ অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে এবং আদালতে হাজির করে।
প্রতারণার পদ্ধতি হিসেবে অভিযোগে বলা হয়, বেদিকা আলিয়ার স্বাক্ষর জাল করে দীর্ঘ দুই বছর ধরে ধাপে ধাপে এই টাকা আত্মসাৎ করেন। আলিয়ার ব্যক্তিগত এবং প্রযোজনা–সংক্রান্ত প্রায় সব দায়িত্বই তাঁর ওপর অর্পিত ছিল। সেই দায়িত্বের সুযোগ নিয়ে বেদিকা নিজের ক্ষমতার অপব্যবহার করেন বলে অভিযোগ।
এই প্রতারণা সংক্রান্ত মামলার তদন্ত এখনো চলমান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য আরও উদঘাটিত হবে। তবে আলিয়ার টিম এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
প্রসঙ্গত, ২০২১ সালে আলিয়া ভাট নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইটারনাল সানসাইন প্রোডাকশনস’ চালু করেন। এই ব্যানারের প্রথম ছবি ‘ডার্লিংস’ মুক্তি পায় নেটফ্লিক্সে, যেখানে শেফালি শাহ ও বিজয় ভার্মার সঙ্গে অভিনয় করেছিলেন আলিয়া নিজেই। ছবিটির সহপ্রযোজক ছিল শাহরুখ খানের প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’।
বর্তমানে আলিয়া ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার ‘আলফা’-র শুটিংয়ে। এই ছবির মাধ্যমে তিনি ‘স্পাই ইউনিভার্স’ সিরিজে পা রাখছেন। এখানে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন শর্বরী বাগ। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর।
এ ছাড়া আলিয়া রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অভিনয় করছেন। পাশাপাশি ফারহান আখতারের পরিচালনায় তৈরি হতে যাওয়া ‘জি লে যরা’ ছবিতেও অভিনয় করবেন তিনি, যেখানে প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ থাকবেন তাঁর সহযাত্রী হিসেবে।