২০২৪-২৫ অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায়

৭ জুলাই ২০২৫ - ১০:৫২ পূর্বাহ্ণ
 0
২০২৪-২৫ অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায়

২০২৪-২৫ অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে সেটা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। সোমবার (০৭ জুলাই) দুপুরে ঢাকা কাস্টম হাউজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানা তিনি।

এনবিআর চেয়ারম্যান জানান, স্বাভাবিকভাবে চলছে কাস্টমস হাউজের কার্যক্রম।  কেউ অভিযোগ করছে না। দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যকে গুরুত্ব দিয়ে কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান তিনি। 

আব্দুর রহমান খান বলেন, ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের সমস্যার মধ্যে না পরে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনাও দেয়া হয়েছে।

এ সময় ব্যক্তি স্বার্থ নয়, রাষ্ট্রীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে এনবিআরের সবাইকে কাজ করার আহ্বান জানান চেয়ারম্যান।

এনবিআরে আতঙ্ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘আতঙ্কের কিছু নাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তবে উল্লেখযোগ্য অপরাধীদের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’