এসএসসির ফল কবে জানা যাবে আজ

৭ জুলাই ২০২৫ - ০৮:০৯ পূর্বাহ্ণ
 0
এসএসসির ফল কবে জানা যাবে আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৭ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার চ্যানেল 24 অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়। এরপরই এসএসসির ফলাফলের তারিখ জানানো হবে।

এর আগে গত ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মে শেষ হয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরবর্তীতে ১৫ থেকে ২২ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সবমিলিয়ে চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এছাড়াও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।