নির্বাচন নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: রিজভী

৫ জুলাই ২০২৫ - ১৪:৪১ অপরাহ্ণ
 0
নির্বাচন নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। তবে বর্তমান প্রেক্ষাপটে কিছু মহল নির্বাচনকে ঘিরে অস্বচ্ছ পরিবেশ তৈরি করে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

শনিবার (৫ জুলাই) রাজধানীর ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদদের স্মরণে আয়োজিত একটি স্মারক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ১৯৭৪ সালের গণ-অভ্যুত্থানে যারা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। পৃথিবীর ইতিহাসে খুব কম আন্দোলনেই এমন আত্মদানের উদাহরণ পাওয়া যায়, যেখানে তরুণ প্রজন্ম এভাবে সম্মুখভাগে থেকে লড়াই করেছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট’ শাসনের চিত্র এতটাই ভয়াবহ যে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এ ধরনের দমনমূলক শাসন যেন আর কখনো ফিরে না আসে, সেদিকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে যৌক্তিক সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। কারণ, নির্বাচনের পেছনে এখনো গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকেও রাজনীতিকরণ করেছে এবং তা কলুষিত হয়েছে। তিনি বলেন, জনগণ যদি বিএনপিকে সুযোগ দেয়, তবে ক্রীড়াক্ষেত্রে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন নিশ্চিত করা হবে।