নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা করছেন জামায়াত আমির

৪ জুলাই ২০২৫ - ১৬:০২ অপরাহ্ণ
 0
নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা করছেন জামায়াত আমির

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার মতে, জনগণ ইতোমধ্যে যেভাবে শেখ হাসিনার শাসনের অবসান ঘটিয়েছে, সেই একই জনগণ যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রস্তুত।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যাবেলা রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, "নির্বাচনের পূর্বমুহূর্তে আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের গুঞ্জন শুনছি, মাঠপর্যায়ে নানা গোপন কর্মকাণ্ডের ইঙ্গিত মিলছে। নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টাও লক্ষণীয়। আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই—এই শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় সমস্ত রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ছিল তার নিয়ন্ত্রণে। সর্বত্র তার অনুগতদের বসিয়ে রেখেছিলেন। অথচ যখন জনগণের জাগরণ শুরু হয়েছে, তখন কেউ তাকে রক্ষা করতে পারেনি। এই জনগণই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেবে না ইনশাআল্লাহ।"

জনসভায় আরও বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, একটি মহল দেশের বিভিন্ন অঞ্চলকে ‘পাটগ্রাম’ বানিয়ে ফেলেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আসন্ন নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের কোনো সুযোগ থাকবে না।"

একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মৌলিক কিছু কাঠামোগত সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তিনি জানান, এই সংস্কার প্রস্তাবনা জামায়াত ইতিমধ্যেই উপস্থাপন করেছে এবং তা বাস্তবায়ন করেই ছাড়বে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, "জামায়াতে ইসলামী সংখ্যাগুরু-সংখ্যালঘু ভেদাভেদে বিশ্বাস করে না। আমাদের দৃষ্টিতে সবাই বাংলাদেশি। জামায়াত রাষ্ট্রক্ষমতায় যাওয়ার লক্ষ্যে এগোয় না; বরং জনগণের অধিকার ও স্বাধীনতার রক্ষাকর্তা হিসেবে নিজেদের ভূমিকা রাখতে চায়।"