আশুলিয়া নয়ার হাট বাজারে দোকান থেকে স্বর্ণ লুট

ককটেল ফাটিয়ে স্বর্ণ লুট, স্ত্রীর সামনেই ব্যবসায়ীকে হত্যা

১০ মার্চ ২০২৫ - ০৯:২৩ পূর্বাহ্ণ
 0
ককটেল ফাটিয়ে স্বর্ণ লুট, স্ত্রীর সামনেই ব্যবসায়ীকে হত্যা

সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণ লুট করেছে ডাকাতরা। এ সময় স্ত্রীর সামনেই এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে এক স্বর্ণ ব্যবসায়ীকে। গতকাল রোববার (৯ মার্চ) রাতে আশুলিয়া নয়ার হাট বাজারে এই ঘটনা ঘটে।

নিহত স্বর্ণ ব‍্যবসায়ীর নাম দীলিপ কুমার দাস (৪৭)। তিনি স্থানীয় পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর দাশপাড়া মহল্লার দুলাল দাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহীনূর কবির।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ৯টার দিকে স্বর্ণপট্টিতে দিলীপ স্বর্ণালয় নামের একটি স্বর্ণের দোকান বন্ধ করছিলেন দোকানের মালিক দীলিপ কুমার দাস। হঠাৎ একটি প্রাইভেটকারে আসা চারজনের একদল ডাকাত দোকানের সামনে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তার হাতে থাকা স্বর্ণের ব‍্যাগ লুট করে নিয়ে যায় ডাকাতরা। আশঙ্কাজনক অবস্থায় দিলীপ দাসকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুর রেহান বলেন, গুরুতর আহত অবস্থায় দিলীপ দাসকে হাসপাতালে আনা হয়। তার বুকে ধারালো অস্ত্রের ক্ষত ছিল। গালের ডান পাশে ও পিঠেও ক্ষত ছিল। চিকিৎসা শুরুর পরপরই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন। তাকে স্যালাইন দেওয়া হয়, লাইফ সাপোর্ট দেওয়া হয়, অপারেশন থিয়েটারেও নেওয়া হয়। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আশুলিয়া নয়ার হাট বাজারে দোকান থেকে স্বর্ণ লুটের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ