বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত

বনানীতে সড়ক অবরোধ, দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

১০ মার্চ ২০২৫ - ০৮:৩০ পূর্বাহ্ণ
 0
বনানীতে সড়ক অবরোধ,  দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

সোমবার (১০ মার্চ) সকালে দুর্ঘটনার পর তারা সড়কে অবস্থান নেন। এর ফলে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

বনানী থানার ওসি রাসেল সরকার জানান, রাস্তা পারের সময় দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন।

তিনি জানান, নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাক শ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত: জামায়াত আমির

ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম জানান, কিছু গাড়ি ভিন্ন রুটে ঘুরে যাচ্ছে। পরিস্থিতি শান্ত করতে কাজ করছে পুলিশ।