প্রথমবার একসঙ্গে অপি করিম ও তাহসান খান

দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে সক্রিয় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল অপি করিম এবং গায়ক-অভিনেতা তাহসান খান। এত বছর পেরিয়ে গেলেও এই দুই তারকাকে একসঙ্গে নাটক কিংবা বিজ্ঞাপনে দেখা যায়নি কখনও। অবশেষে প্রথমবারের মতো তারা জুটি বাঁধলেন একটি বিজ্ঞাপনচিত্রে।
চেংহুং ব্র্যান্ডের এসির নতুন বিজ্ঞাপনে একসঙ্গে হাজির হচ্ছেন তারা, যা নির্মাণ করছে সিমপ্লেক্স করপোরেশন লিমিটেড। বিজ্ঞাপনটির পরিচালনায় আছেন টেলিভিশনের জনপ্রিয় নির্মাতা সাগর জাহান। রাজধানীর বনশ্রী এলাকায় সম্প্রতি এর শুটিং সম্পন্ন হয়েছে।
অপি করিম ও তাহসানের পাশাপাশি বিজ্ঞাপনটিতে আরও মডেল হিসেবে অংশ নিয়েছেন সাদিয়া তানজিন, রাই রাজন্য এবং মেহেজাবিন নুর। অচিরেই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে।
বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা নিয়ে অপি করিম বলেন, “অনেক বছর পর সাগর জাহানের সঙ্গে কাজ করলাম। যদিও দীর্ঘ বিরতি ছিল, কিন্তু শুটিং করতে এসে কখনো মনে হয়নি আমরা এত বছর পর একসঙ্গে কাজ করছি। আগের মতোই চমৎকার পরিবেশে শুটিং শেষ হয়েছে।”
অন্যদিকে তাহসান খান বলেন, “সাগর জাহান ভাইয়ের সঙ্গে বহু নাটকে কাজ করেছি, কিন্তু এবার ছিল তাঁর সঙ্গে আমার প্রথম বিজ্ঞাপন কাজ। অনেক আনন্দ হয়েছে কাজ করতে। আশা করছি দর্শকরাও এটি উপভোগ করবেন।”
বিজ্ঞাপন নির্মাতা সাগর জাহান জানান, “২০১৬ সালে অপি ও তাহসানকে নিয়ে নাটক বানানোর পরিকল্পনা ছিল। কিন্তু দুজনের শিডিউল মেলেনি বলে সেই কাজ করা হয়নি। এবার অবশেষে তাদের একসঙ্গে নিয়ে কাজ করলাম, যদিও নাটকে নয়, বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপন আমার পরিচালনায় প্রথম, তাই কিছুটা উদ্বেগ ছিল। কিন্তু অপি ও তাহসান যেভাবে সহযোগিতা করেছেন, তাতে কাজটি সুন্দরভাবে শেষ করতে পেরেছি। তাদের প্রতি কৃতজ্ঞতা। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা, যা আমার নির্মাণজীবনে নতুন দিগন্ত খুলে দিল।”