সাদাপাথরে অসচেতনতা ডেকে আনছে মৃত্যুঝুঁকি

২২ জুন ২০২৫ - ১০:০৬ পূর্বাহ্ণ
 0
সাদাপাথরে অসচেতনতা ডেকে আনছে মৃত্যুঝুঁকি

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর অঞ্চল পর্যটকদের কাছে এক স্বপ্নময় গন্তব্যে পরিণত হয়েছে। পাহাড়ি ঝরনা থেকে নেমে আসা স্বচ্ছ পানি, পাথুরে নদী ও চারপাশের সবুজ প্রকৃতির মায়ায় আকৃষ্ট হয়ে প্রতিদিন শত শত ভ্রমণপিপাসু পরিবারসহ ভিড় করছেন এখানে। তবে এই নয়নাভিরাম দৃশ্যপটের অন্তরালে রয়েছে এক বড় ধরনের ঝুঁকি—যা অনেক সময়ই হয়ে উঠছে প্রাণঘাতী।

নদীর তলদেশে ছড়িয়ে থাকা ধারালো পাথর, অচেনা গভীর গর্ত এবং প্রবল স্রোত প্রায়শই পর্যটকদের দুর্ঘটনার মুখে ফেলছে। কেউ কেউ নদীর স্রোতের মুখে দাঁড়িয়ে ছবি তোলেন, আবার কেউ অজান্তেই নামেন গভীর পানিতে—যদিও তাদের অনেকেই সাঁতার জানেন না। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্কতা জানানো হলেও এক শ্রেণির অসচেতন পর্যটক নিয়ম ভেঙে নামছেন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে।

প্রতিদিনই দেখা যায়, কিশোর-তরুণদের দল প্রবল স্রোতের মুখে সময় কাটাচ্ছে, কেউ নিচের পাথরে দাঁড়িয়ে, কেউ বা স্রোতের ধাক্কায় প্রায় ভেসে যাচ্ছেন। এমন দৃশ্যেই প্রায়শ ঘটে যায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অনেকে গভীর জলের দিকে অগ্রসর হচ্ছেন, আবার কেউ কেউ জীবন ঝুঁকি নিয়ে সাঁতার কাটছেন স্রোতের বিপরীতে।

যেসব স্থান অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, সেখানে প্রশাসনের পক্ষ থেকে লাল কাপড় দিয়ে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও স্থানীয় প্রশাসনের সদস্যরা বারবার সচেতনতামূলক প্রচার চালালেও, বেশিরভাগ পর্যটকই তা আমলে নিচ্ছেন না।

প্রতিবছরই এখানে ঘটছে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা। দুঃখজনক হলেও সত্য, সৌন্দর্যের মোহে পড়ে এই মৃত্যুঝুঁকির বাস্তবতা অনেকেই উপেক্ষা করছেন। সঠিক সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে সাদাপাথর অঞ্চলের পর্যটনকে নিরাপদ রাখতে।