প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল, নেতৃত্বে সালাহ উদ্দিন আহমেদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছে। সোমবার (২ জুন) বিকাল পৌনে ৪টায় রাজধানীর বেইলী রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপির প্রতিনিধিদল প্রবেশ করে। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন— বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আজকের বৈঠক ডাকা হয়েছে সংস্কার প্রস্তাবনার উপর আলোচনার জন্য। বিএনপির পক্ষ থেকে সংস্কার-সংক্রান্ত প্রস্তাবনা লিখিতভাবে ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে। শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দলও তাদের প্রস্তাবনা জমা দিয়েছে।
এর আগে গত ২৪ মে রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, আমাদের আলোচনার মধ্যে মূল বিষয় আসছে সংস্কার, বিচার ও নির্বাচন।