সহিংসতাকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা দেশে ঢুকেছে: ইরান

১১ জানুয়ারি ২০২৬ - ১৬:২৮ অপরাহ্ণ
 0
সহিংসতাকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা দেশে ঢুকেছে: ইরান

ইরানে চলমান বিক্ষোভ ঘিরে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একদিকে তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার স্বীকার করেছেন, অন্যদিকে সহিংসতার জন্য কিছু বিক্ষোভকারীকে বিদেশি শক্তির মদদপুষ্ট বলে আখ্যা দিয়েছেন। রোববার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সরকার জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে স্বীকৃতি দেয়। একই সঙ্গে তিনি স্বীকার করেন, দেশজুড়ে চলমান অর্থনৈতিক সংকট—মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং স্থানীয় মুদ্রার ভয়াবহ অবমূল্যায়ন মানুষকে রাস্তায় নামতে বাধ্য করছে। এসব বাস্তবতা সরকারও অনুধাবন করছে বলে জানান তিনি।

তবে শান্তিপূর্ণ প্রতিবাদের পাশাপাশি সহিংসতার বিষয়টি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট। তার ভাষায়, সাম্প্রতিক দিনগুলোতে সংঘর্ষ ও সহিংসতা দুই পক্ষ থেকেই ঘটছে। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনের বরাতে জানানো হয়, সারা দেশে এ পর্যন্ত অন্তত ১০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

বিক্ষোভকারীদের হতাহতের নির্ভরযোগ্য সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি বলে জানানো হয় প্রতিবেদনে। তবে সংঘর্ষের ফলে বহু মানুষের প্রাণহানি হয়েছে, এ কথা অস্বীকার করার সুযোগ নেই বলে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেন, বিক্ষোভকারীদের একটি অংশ “ভালোভাবে প্রশিক্ষিত এবং বিদেশি এজেন্টদের মাধ্যমে দেশে আনা হয়েছে।” এ ধরনের অভিযোগ নতুন নয় বলেও তিনি উল্লেখ করেন। এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছিল, তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক এজেন্টকে গ্রেপ্তার করেছে।