ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে: খায়রুল কবির খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেয়া হচ্ছে। যারা শিরক করে এবং ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে তাদের থেকে সতর্ক থাকতে হবে।
খায়রুল কবির খোকন বলেন, যারা বলে ধানের শীষকে দেখেছেন, নৌকাকে দেখেছেন, লাঙ্গলকে দেখেছেন এবার আমাদেরকেও দেখেন। আমরা বলতে চাই- একাত্তরে দেখেছি আপনাদের ২ লাখ মা-বোনদের সর্বস্ব নষ্ট করেছে এবং ৩১ লাখ শহিদ হয়েছে এই রাজাকারদের জন্য। বেইমান, বিশ্বাসঘাতক, মুনাফিকদের জন্য আপনারা বিভ্রান্ত হবেন না।
তিনি বলেন, দেশ প্রেমের পরীক্ষায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ১০০ তে ১০০ পেয়েছেন। তার জানাজায় ১ কোটি ৪০ লাখের বেশি লোক হয়েছে! তারেক রহমানের গণসংবর্ধনায় আমরা দেখেছি পঞ্চাশ লাখেরও বেশি লোক হয়েছে। জিয়াউর রহমানের জানাজায়ও ৪০ লাখের বেশি লোক হয়েছে। জনগণের এই ভালোবাসা আমরা টাকা দিয়ে কিনেছি? পৃথিবীর ইতিহাসে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার।
অনুষ্ঠানে চিনিশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আল মামুন মুন্সির সভাপতিত্বে এবং ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসেন বিদ্যুৎ, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল রউফ ফকির রনি প্রমুখ।