ওপর লেভেলের চাপ আছে বলেই আমাকে ফাঁসানো হয়েছে: সুরভী
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আমার মাকে বলেছেন, ওপর লেভেলের চাপ আছে বলেই আমাকে ফাঁসানো হয়েছে। আমার প্রশ্ন, ওপর লেভেলের লোক কে? বুধবার (৭ জানুয়াররি) এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী।
‘দুর্জয় আমার কাছে আপসনামা নিয়ে আসে। আমি সেখানে সই করিনি। আমি তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার একটি মামলা করেছিলাম। সেই প্রেক্ষিতে আমার কাছে আপসনামা নিয়ে আসে।’
শারীরিক ও মানসিবভাবে অসুস্থ থাকার কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে সুরভী বলেন, আমি এটিও বলব, যে প্রমাণগুলো আমি সামাজিকমাধ্যমে ছেড়েছি, সেগুলো যদি একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলেই বুঝবেন।
গণমাধ্যমকর্মীদের প্রশ্ন রেখে সুরভী বলেন, আপনার ঢাকার সাংবাদিক, আপনারা যখন ঢাকার বাইরে কাজে যাবেন, অবশ্যই অফিসকে ইনফর্ম করবেন। আমি যদি ওকে নিউজের কথা বলে গাজীপুর নিয়ে যাই, ও কেন অফিসকে ইনফর্ম করল না? অফিসকে ইনফর্ম না করে ও গেছে, এ জন্য ওকে বাংলাদেশে প্রতিদিন থেকে বের করে দিয়েছে।
তিনি বলেন, এই মামলা থেকে শুধু জামিন দিলেই হবে না। আমাদের জামিন দিতে হবে। কারণ, এই মামলায় আমি আর থাকতে চাচ্ছি না।