ভারতে না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের, যে ৩ পথের একটি দেখতে পারে আইসিসি

৫ জানুয়ারি ২০২৬ - ০৯:১৪ পূর্বাহ্ণ
 0
ভারতে না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের, যে ৩ পথের একটি দেখতে পারে আইসিসি

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার সিদ্ধান্তে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দিয়েছে তারা। বল এখন আইসিসির কোর্টে। বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা কী সিদ্ধান্ত নেয়, সেটি দেখতে মুখিয়ে আছে ক্রিকেটবিশ্ব। 

আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও তারা বাংলাদেশের দাবি মানতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে ক্রিকবাজ ও ভারতীয় অনেক গণমাধ্যম। যদিও এখনো কিছুই চূড়ান্ত নয়।  এই পরিস্থিতিতে তিনটি পথ বেছে নিতে পারে আইসিসি।

প্রথম পথ: ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে দেওয়া হতে পারে শ্রীলঙ্কায়। ৭ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক তারা। আগের চুক্তি অনুযায়ী, ভারতে খেলতে যাবে না পাকিস্তান। তাদের সব ম্যাচই শ্রীলংকায় আয়োজিত হবে। গত বছর নারী বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়।

দ্বিতীয় পথ: বাংলাদেশকে পয়েন্ট হারাতে হতে পারে এবং ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলো ছেড়ে দিতে হতে পারে। এতে বাংলাদেশের প্রতিপক্ষ চারটি দল এমনিতেই ২ পয়েন্ট করে পেয়ে যাবে। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আরও ঘটেছে। 

নিরাপত্তার কারণ দেখিয়ে ১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ় শ্রীলঙ্কায় খেলতে যায়নি। একইভাবে, ২০০৩ বিশ্বকাপে নিউজ়িল্যান্ড এবং ইংল্যান্ড ওয়াকওভার দিয়েছিল যথাক্রমে কেনিয়া এবং জ়িম্বাবুয়েকে। ওই দুই দেশে খেলতে যেতে রাজি হয়নি ইংলিশরা। 

তৃতীয় পথ: বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাতিল করে দিতে পারে আইসিসি। সে ক্ষেত্রে অন্য একটি দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেয়া হবে। অতীতেও এমনটা ঘটেছে। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশে খেলতে যেতে চায়নি অস্ট্রেলিয়া।  পরে তাদের বাদ দিয়ে আয়ারল্যান্ডকে নেয়া হয়।

প্রসঙ্গত, সূচি অনুযায়ী গ্রুপ ‘সি’-তে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।