নরসিংদীতে স্পিনিং মিলের গোডাউনে আগুন ১৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি
নরসিংদীতে এন আর স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ছে এন আর স্পিনিং মিলের তুলার গোডাউন। র্দীঘ ১৩ ঘন্টায়ও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। নিয়ন্ত্রনে কাজ করছে নরসিংদী, মাদবধী, পলাশ ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
কারখানা কতৃপক্ষ ও ফায়ার সাভির্স সূত্র জানায়, শনিবার রাত ১০টা ৫মিনিটে বৈদ্যুতিক তার গাছ থেকে স্পার্কের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্ত্তের মধ্যেই দুইটি তুলার গোডাউনে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়ণগঞ্জের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনির সাথে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার কাজে যোগ দেয়। তবে শেষ খবর পাওয়া পযর্ন্ত, প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পরও রাত ৩টার দিকেও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।
নরসিংদীতে এন আর স্পিনিং মিলের ডিজিএম (একাউন্টস্) ফারুকুজ্জামান বলেন,তুলার গোডাউনের পাশে থাকা একটি বৈদ্যুতিক তার গাছে স্পার্ক করে। ওই সময় আগুনের একটি ফুলিঙ্গ তুলার উপর পরে। সাথে সাথে আগুন লেগে যায়। মুহুর্ত্তের মধ্যেই সেই আগুন পুরো গোডয়াউনে ছড়িয়ে পরে। প্রথমে আমরা কারখানার সকল গেইট খুলে দেই। এবং কর্মরত শ্রমিকদের বাহিরে বের করে নিয়ে আসি। কারখানার ফায়রম্যানরা প্রথমে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজে যোগ দেয়।
তিনি বলেন, চোখের সামনে আগুনে সুতা ও তুলার দুইটি গোডয়াউন পুড়ে যাচ্ছে। কোটি কোটি টাকার সম্পদ ক্ষতি হচ্ছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।